রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমছে না, জনপ্রতি বরাদ্দ ১২ ডলার

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসে জনপ্রতি মাসিক ১২ ডলার বরাদ্দ দিচ্ছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, ‘কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মাসিক ১২ ডলার ও ভাসানচরে অবস্থানরতদের জন্য ১৩ ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে। ডব্লিউএফপি এক চিঠিতে এ কথা জানিয়েছে আমাদের। ডব্লিউএফপি নিশ্চিত করেছে যে তহবিল সংকট থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা একই রকম থাকছে। এ সিদ্ধান্ত রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ঠিক রাখতে সহায়তা করবে।’

এর আগে ডব্লিউএফপি তহবিল সংকটের উল্লেখ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে মাসিক খাবারের বরাদ্দ সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে জনপ্রতি ৬ ডলারে নামানোর কথা জানিয়েছিল। গত ৫ মার্চ আরআরআরসি খাদ্য সহায়তা কমানো সংক্রান্ত ডব্লিউএফপির চিঠি পেয়েছিল।

বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, কক্সবাজার ও ভাসানচরে ১০ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক বসবাস করছেন। মিয়ানমারে সামরিক অভিযান ও সহিংসতার মুখে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন তারা।

এমআর/এসএন


Share this news on: