ইসির নিরাপত্তায় ১৮ নির্দেশনা

নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করতে ১৮টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষভাবে ঈদের লম্বা ছুটির কারণে নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নির্দেশনাগুলি জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তার স্বাক্ষরিত অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

ইসি কর্মকর্তা জানান, ঈদের কারণে দীর্ঘ ছুটির সময় নির্বাচন ভবনের নিরাপত্তা ব্যবস্থা কড়া করার জন্য সকল দায়িত্বশীলকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে শৃঙ্খলা পরিপন্থি হিসেবে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

১. নির্বাচন ভবনে সব দর্শনার্থী/সেবাপ্রত্যাশীদের যানবাহনের প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি পূর্বক প্রবেশের অনুমতি প্রদান করা।

২. নির্বাচন ভবনে আসা সব গাড়ি/কাভার্ড ভ্যান প্রবেশ বাহিরের সময় প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি পূর্বক প্রবেশ/বাহিরের অনুমতি প্রদান করা।

৩. নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে অফিসিয়াল প্রবেশপত্র/পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা নিশ্চিত করা।

৪. ডিউটি পোস্টে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ নির্বাচন ভবনের প্রবেশ/বাহির/সাব-ষ্টেশন গেইট প্রয়োজন ব্যতীত সার্বক্ষণিকভাবে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা।

৫. অফিস সময় শুরুর আগে এবং পরে ও সাপ্তাহিক/সরকারি ছুটির দিন গুলোতে সর্বোচ্চ সর্তকতার সঙ্গে যথাযথভাবে সংশ্লিষ্ট পোস্ট সমূহে সার্বক্ষণিক দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

৬. কার্ডধারী কর্মকর্তা/কর্মচারি নির্বাচন কমিশন সচিবালয়/দর্শনার্থী/সেবা প্রত্যাশী নির্বাচন ভবনে প্রবেশের পূর্বে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সাথে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান নিশ্চিত করা।

৭. কার্ডধারী কর্মকর্তা/কর্মচারিরা ভবনে প্রবেশ ও প্রস্থানকালে ব্যবহার করে সুনির্দিষ্ট গেইটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করা।

৮. দর্শনার্থী/সেবা প্রত্যাশীগণ নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার/কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তা গলায় ঝুলিয়ে গেইট দিয়ে প্রবেশ নিশ্চিত করা।

৯. দর্শনার্থী/সেবা প্রত্যাশীগণ ভবনের যে তলায় প্রবেশাধিকার পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন। নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ভিজিটর কার্ড ফেরত প্রদান করা নিচশ্চিত করা।

১০. নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার ব্যাটালিয়ন, নিরাপত্ত প্রহরী নির্বাচন ভবনের ডিউটি পোস্টে দায়িত্বপালনকালে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে ডিউটি পোস্টের বাইরে যাবেন না।

১১. দাপ্তরিক প্রয়োজন ব্যতীত কোন কর্মকর্তা/কর্মচারি ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না।

১২. ডিউটি পোস্টে দায়িত্বরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করা;

১৩. নির্বাচন কমিশন সচিবালয় ভবনের বিদ্যুৎ, পানি, গ্যাস অপচয় রোধে সকলকে সচেষ্ট থাকতে হবে। একারণে লিফট, এসি, লাইট, ফ্যান ইত্যাদি যেন সচল/চলমান না থাকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে।

১৪. নির্বাচন কমিশন সচিবালয়/ফ্লোরে প্রবেশের সময় জুতা পরিস্কার রাখতে হবে।

১৫. ডিউটিরত অবস্থায় শিষ্টাচার বজায় রেখে চলা, সহকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ, আড্ডা ইত্যাদি দিয়ে অকারণে সময় নষ্ট না করা। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জমাদি/অস্ত্র, ইউনিফর্ম, পরিচয়পত্র পরিহিত অবস্থায় থাকা এবং সর্বোচ্চ সর্তকতার সাথে দায়িত্ব পালন করা।

১৬. অফিসারের সামনে সম্মান জানানো ও বিনয়ী আচরণ করা, সকলের সাথে ব্যবহারে বিনয়ী হওয়া ও হাসি মুখে কথা বলা। নিজের খেয়াল খুশি মতো কাজ না করে অফিস কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পর্কে মনোযোগী হওয়া এর বিষয়ে নিজে শ্রদ্ধাশীল হওয়া ও অপরকে উৎসাহিত করা। নির্বাচন কমিশন সচিবালয়ের লিফট ব্যবহার না করে তিন তলা উপরে তিন তলা নিচে উঠানামা করা ক্ষেত্রে সিড়ি যথা সম্ভব ব্যবহার করা।

১৭. পুলিশ, আনসার ব্যাটালিয়ন-এর আবাসন/ক্যাম্পে (সাব-ষ্টেশনের ২য় তলা, ইটিআই ভবনের বেইজমেন্ট-২) এ অবস্থানকালীন সময়ে বিড়ি/সিগারেট/নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করা ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ থেকে বিরত থাকা, বহিরাগত কাউকে আবাসন/ক্যাম্পে প্রবেশ/অবস্থান করতে না দেওয়া; এবং

১৮. নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন) এর পরিবেশগত, বৈদ্যুতিক, অগ্নি এবং ব্যক্তিগত বা সমষ্টিগত নিরাপত্তার স্বার্থে উপরে উল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতি পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনাগুলো যথাযথভাবে না মানলে তা শৃঙ্খলা পরিপন্থি হিসেবে গণ্য হবে এবং শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/ এস এন


Share this news on:

সর্বশেষ

img
এ বছর জলাবদ্ধতা কমেছে: ডিএনসিসি প্রশাসক Sep 11, 2025
img
ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের কারণ ব্যাখ্যা করলেন জাহেদ উর রহমান Sep 11, 2025
img
একলাফে ২০ হাজার টাকা বাড়ল স্বর্ণমুদ্রার দাম Sep 11, 2025
img
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Sep 11, 2025
img
ডাকসু নির্বাচন সফল করায় সবাইকে ধন্যবাদ দিলেন উপাচার্য Sep 11, 2025
img
চলতি মাসেই অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন Sep 11, 2025
img
ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল Sep 11, 2025
img
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার Sep 11, 2025
img
বাংলাদেশকে রুখতে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলো হংকং Sep 11, 2025
img
দুই ঘণ্টা পর ভোট শেষ হওয়ার কারণ জানালেন নজরুল হলের প্রভোস্ট Sep 11, 2025
img
টেকসই কৃষি, বনায়ন ও নগরায়ণে তরুণদের এগিয়ে আসার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের Sep 11, 2025
তাণ্ডবের পর সাইফের ‘হাওয়াই মিঠাই’ নিয়ে আলোচনায় Sep 11, 2025
img
জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৯ শতাংশ Sep 11, 2025
img
চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ভেবে দেখবে ছাত্রদল Sep 11, 2025
img
গোবিন্দর থেকে শুধু সোনালি বেঁচে গিয়েছে: সুনীতা Sep 11, 2025
img
ডাকসু নির্বাচনে জয়-পরাজয় নিয়ে মাসুদ কামালের মন্তব্য Sep 11, 2025
img
কপিল শর্মার সঙ্গ ছাড়ছে না বিতর্কের ছায়া Sep 11, 2025
img
১০ দিন পর জামিনে মুক্তি পেলেন সাবেক ডিসি সুলতানা পারভীন Sep 11, 2025
img
বাংলাদেশের রাজনীতি চোরের খনি দিয়ে শুরু হয়েছে : অধ্যাপক আশরাফ আলী Sep 11, 2025
মা হওয়ার পর আলিয়ার নতুন রূপ! Sep 11, 2025