মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭০০ গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ মার্চ) রাতে বৈদ্যেরগাঁও এলাকার একটি ফলের বাগানে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩০০ আমগাছ ও ২০০ লেবুগাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে যায়।
জানা যায়, ৭০ বিঘা জমিতে দেশীয় বিভিন্ন প্রজাতি ফলদ এবং বনজ গাছের বাগান করে আম্বালা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।
কয়েক বছর ধরে গাছগুলোতে ফলন আসছে। স্থানীয়দের ধারণা, গাছের গোড়ায় পেট্রল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বাগানের কেয়ারটেকার আব্দুল সাত্তার বলেন, ‘রাতে বাগানে কেউ আগুন দিয়েছিল। আমরা টের পাইনি।’
গাছ পুড়িয়ে দেওয়ার বিষয়ে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার বলেন, ‘এতগুলো গাছ পুড়িয়ে ফেলার মতো কাজ কোনো মানুষ করতে পারে-এটা ভাবতেই অবাক লাগছে। বাগানের বেশির ভাগ ফলই তো আশপাশের মানুষ এবং পশু-পাখি খায়। সেখানে বাগানের এ গাছগুলো পুড়িয়ে দেওয়ার কোনো কারণ দেখছি না।’
তিনি বলেন, ‘কারো সঙ্গে আমাদের কোনো প্রকার শত্রুতা নেই, যে কারণে কেউ এমনটা ঘটাতে পারে।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ বলেন, ‘গাছ পুড়িয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এফপি/ এস এন