ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় একটি নতুন হোম অ্যাফেয়ার্স অফিস স্থাপনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই অফিস নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করবে এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ভূমিকা রাখবে। পাশাপাশি, অস্ট্রেলিয়ায় বৈধ অভিবাসনের পরিকল্পনাকারীদের জন্য বিস্তৃত ভিসা তথ্য ও সহায়তা দেবে।

অফিসটি বাংলাদেশ সরকারের সঙ্গে অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত বিষয়ে সহযোগিতা সহজতর করতে কেন্দ্রীয় যোগাযোগ বিন্দু হিসেবেও কাজ করবে।

অস্ট্রেলিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী টনি বার্ক জানান, এটি তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের আলোচনায় এসেছিল এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সফলভাবে কাজ করতে পেরে তিনি সন্তুষ্ট।


এসএস

Share this news on: