এ দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি বলেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি এবং এই দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে। তিনি বলেন, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, যারা মাতৃভাষা আরবি না হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদের পরাজিত করে পুরস্কার অর্জন করছে, এ জন্য আমাদের বুক স্ফীত হয়ে ওঠে।

খালিদ হোসেন আরও বলেন, পিএইচপি কুরআনের আলো ১৭ বছর ধরে দেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে থাকা কুরআনের প্রতিভাদের খুঁজে বের করছে এবং তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। তিনি পিএইচপি ফ্যামিলি, কুরআনের আলো ফাউন্ডেশন এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এমন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিন সভাপতিত্ব করেন এবং কুরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন ও তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজেট ব্র্যান্ড ম্যানেজার হাম্মাদ আমিন বক্তৃতা দেন।

এবারের প্রতিযোগিতায় হবিগঞ্জের হাফেজ মহিব্বুল্লাহ মাসুম চ্যাম্পিয়ন হয়েছেন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ, তৃতীয় হয়েছেন নেত্রকোণার হাফেজ শোয়েবুর রহমান এবং চতুর্থ স্থান অর্জন করেছেন কুমিল্লার হাফেজ আবদুল্লাহ আল সামিম।

পিএইচপি ফ্যামিলি ও ইনফিনিটি মেগা মল এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল, এবং কো-স্পন্সর হিসেবে ছিল আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও স্মার্ট অ্যাকটিভ গোল্ড মেহেদি।

২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এই প্রতিযোগিতা এবারে ১৭তমবার অনুষ্ঠিত হয়েছে।

এসএস

Share this news on: