জামালপুরের সরিষাবাড়ীতে 'ছেলে সন্তান জন্ম না দেয়ার কারণে' গৃহবধূ আক্তারা বেগম (৪২) অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনার পর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে তার স্বামীসহ চারজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায়। আক্তারা বেগমের স্বামী শান্ত মিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ছেলে সন্তান না হওয়ার কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। স্থানীয়রা জানান, বহুদিন ধরে তিরস্কারের শিকার হয়ে আক্তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বৃহস্পতিবার তিনি নিখোঁজ হন এবং শুক্রবার সকালে তার বাবার বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, আক্তারার মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার স্বামীসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস