পার্বত্য চট্টগ্রামে গত তিন মাস ধরে রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ফাইবার কেটে ফেলেছে, যার ফলে প্রায় অর্ধশত টাওয়ার বন্ধ হয়ে গেছে। এমনকি কয়েকজন নিরাপত্তা কর্মীও অপহৃত হয়েছেন। এই পরিস্থিতিতে টাওয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না ইডটকো বাংলাদেশ লিমিটেড এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তবে পরিস্থিতির উন্নতি হয়নি। এর ফলে রবি মোবাইল অপারেটর রাজস্ব ও গ্রাহক সম্পর্কেও উদ্বিগ্ন।
এ ঘটনায় স্থানীয়রা মারাত্মক সমস্যায় পড়ছেন। মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্কের অভাবে পণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। টাওয়ার বন্ধ থাকার কারণে দুর্গম এলাকায় যোগাযোগ ও জরুরি সেবা পাওয়া যাচ্ছে না, এমনকি ইনসুলিন, অক্সিজেন, ওষুধের সরবরাহে জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনার শিকার ব্যক্তি, গর্ভবতী নারী বা সংকটাপন্ন রোগীরা হাসপাতাল বা চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারছেন না।
এছাড়া, কৃষকদের উৎপাদিত পণ্য শহরে পাঠাতে সমস্যায় পড়ছেন এবং বাজারে খাদ্য সংকট এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠান পরিস্থিতি সমাধানের জন্য কাজ করছে, তবে নেটওয়ার্ক পুনরুদ্ধার না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসএস