গ্রেফতার রুবেল নড়াইলের লোহাগড়া থানার বসুপটি এলাকার বাসিন্দা এবং তার কাছ থেকে ১০০ টাকার মূল্যমানের ১ হাজার ৯৯টি জালনোট উদ্ধার করা হয়েছে, যা মোট ১ লাখ ৯ হাজার ৯০০ টাকার সমতুল্য।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে জালনোট তৈরি করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারের পর রুবেলের দেয়া তথ্যে পল্লবী থানার আলুব্দী সাকি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়, যেখানে জালনোট প্রস্তুতের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।