সাতক্ষীরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে ময়মনসিংহের এক তরুণীকে ভারতে চাকরি দেওয়ার প্রলোভনে ডেকে এনে তিন যুবক দ্বারা দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার থেকে বুধবার পর্যন্ত কালিগঞ্জ এবং শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে তাকে আটকে রেখে এই অত্যাচার চালানো হয়। তরুণী, যিনি একজন মডেল ও পার্লারে কাজের অভিজ্ঞতা রাখেন, ফেইসবুকে গোলাম রসুলের সঙ্গে পরিচিত হন, যিনি তাকে ভারতে কাজ দেওয়ার আশ্বাস দেন।
গোলাম রসুলের কথায়, ২২ মার্চ তরুণী সাতক্ষীরায় পৌঁছান, তবে সেখানে তিনি ছয়জনের সহায়তায় ধর্ষণের শিকার হন। গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন মেহেদি হাসান সবুজ, সাকিব হোসেন এবং গোলাম রসুল রাকিব। পুলিশ জানিয়েছে, তরুণী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার অন্য আসামিদের খোঁজে পুলিশ তৎপর রয়েছে।
এ ঘটনায় স্থানীয় পুলিশ দ্রুত কাজ শুরু করেছে এবং গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসএস