নাসিরনগরে হাঁস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে জমি নিয়ে বিরোধের সূত্রে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

কয়েক সপ্তাহ আগে রাজহাঁসের জন্য জমির ক্ষতির কারণে রোশেনা বেগম ও জয়দর মিয়ার মধ্যে প্রথমে মারামারি ঘটে, যার ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। যদিও প্রথমে স্থানীয়দের সহায়তায় আপোসের চেষ্টা হয়, তবুও পরে সাইফ মিয়াকে মারধর করা হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন কবরস্থানের পাশে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন, এবং তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া জানান, জমির রাজহাঁস যাওয়ার ঘটনা প্রাথমিক সংঘর্ষের কারণ ছিল এবং বর্তমানে এর জের ধরেই সংঘর্ষটি হয়েছে। নাসিরনগর থানার পুলিশ ফাঁড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং আহতরা শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।


এসএস

Share this news on: