পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়েই রাতের বেলায় পণ্যবাহী ট্রাক, পিকআপ ও বাসের ছাদে চড়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (২৮ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়।
যাত্রীদের অভিযোগ, গণপরিবহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে তারা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করছেন। অনেকেই দ্বিগুণ ভাড়া দিয়ে বাসে উঠতে পারলেও অনেকে ট্রাক ও পিকআপে উঠতে বাধ্য হচ্ছেন।
এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টাঙ্গাইল জেলা পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৭০০ সদস্য মোতায়েন করেছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনরাত কাজ করছে।
এসএস