প্লাটফর্ম গেটে মিলছে অসংখ্য জাল টিকিট

ঈদযাত্রার ভিড়ে ট্রেনের টিকিট নিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিদিন অসংখ্য জাল টিকিট ধরা পড়ছে, যা যাত্রীদের জন্য বাড়তি বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে।

শুক্রবার (২৮ মার্চ) স্টেশনের টিকিট চেকিং পয়েন্টে দেখা যায়, প্রতি দশটি টিকিটের মধ্যে অন্তত একটি জাল পাওয়া যাচ্ছে। অনেকে দোকান থেকে টিকিট কিনে প্রতারণার শিকার হচ্ছেন। যেমন, এক যাত্রী একতা ট্রেনের টিকিট সংগ্রহ করে স্টেশনে এসে বুঝতে পারেন, সেটি ফটোশপে এডিট করা জাল টিকিট। এ কারণে জরিমানা দিয়ে পুনরায় টিকিট কেটে তাকে যেতে হয়েছে।

এ ধরনের ঘটনা রোধে রেলওয়ে কর্মকর্তারা সবাইকে অনলাইনে নিজস্ব অ্যাকাউন্ট থেকে টিকিট কেনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় যাত্রীরা প্রতারিত হয়ে জরিমানার মুখে পড়তে পারেন বা স্টেশন থেকেই ফিরিয়ে দেওয়া হতে পারে।


এসএস

Share this news on: