জামাতে টানা ৪০ দিন নামাজ আদায়, পুরস্কার পেল ২১ কিশোর-যুবক

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছে ২১ জন কিশোর ও যুবক। নামাজে উৎসাহ জোগাতে এ পুরস্কারের ব্যবস্থা করে টাঙ্গাইল শহরের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তারাবির নামাজের পর ২১ কিশোরের মাঝে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামিক বই বিতরণ করা হয়। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি স্থানীন কিশোর-যুবকদের নিয়ে শুরু হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩০ জন। তাদের মধ্যে ২১জনকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।

কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান বলেন, ১৪ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অত্র মহল্লার ৩০ কিশোর ও যুবক নাম লেখায়। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ২১ কিশোর ও যুবক পুরস্কার পান।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরশ তালুকদার বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন টিটুসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।


এসএস

Share this news on: