ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফেরার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় আজ (২৯ মার্চ) থেকে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি।
বরাবরের মতো এবারও ঈদ পরবর্তী ৭ দিনের টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে বিশেষ ব্যবস্থায়, যেখানে শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে এবং রিফান্ডের সুযোগ নেই।
এর আগে, ৩-৮ এপ্রিলের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হয়েছে। আগামীকাল (৩০ মার্চ) শেষ দিনে ৯ এপ্রিলের টিকিট কেনার সুযোগ থাকবে।
টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ ঈদযাত্রার মতো ফিরতি ট্রেনেও প্রচুর চাপ থাকবে।
এসএস