ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুল চিকিৎসায় শাকিবা আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রোগী মারা যাওয়ার পরপরই হাসপাতালে কর্তব্যরতরা পালিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার বিকেলে কসবা পৌর এলাকার নতুন বাজারে অবস্থিত বেসরকারি জমজম হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত শাকিবা আক্তার উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকার বাচ্চু মিয়ার মেয়ে ও পৌর এলাকার গঙ্গানগরের সাদেক হোসেনের স্ত্রী।

নিহত প্রসূতির পরিবার জানায়, শুক্রবার সকালে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় শাকিবাকে জমজম হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিবার সিজারিয়ান অপারেশন করলে তিনি কন্যাসন্তান প্রসব করেন।
অপারেশনের কিছুক্ষণ পর শাকিবার অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে খবর দিলে তারা শাকিবা মারা যাওয়ার বিষয়টি বুঝতে পেরে সটকে পড়েন। উত্তেজিত লোকজন বিকেল ৫টার দিকে হাসপাতালে ভাঙচুর চালায়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাকিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শাকিবার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি : নাহিদ ইসলাম Apr 01, 2025
img
খালেদা জিয়া সব কিছুর উর্ধ্বে একজন মা, তবুও দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি: আসিফ Apr 01, 2025
img
এক লাখ টাকা সালামি পেয়েছি : জায়েদ খান Apr 01, 2025
img
ঈদ শুভেচ্ছা জানিয়ে ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার Apr 01, 2025
img
‘বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে’ অবশ্যই আমাদের ভাবতে হবে: ড. ইউনূস Apr 01, 2025
img
আর কখনও অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে Apr 01, 2025
img
বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ Apr 01, 2025
img
যতক্ষণ টাকা থাকে ততক্ষণই ঈদ সালামি দিই : তমা মির্জা Mar 31, 2025
img
ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা দ্বিগুণের বেশি Mar 31, 2025
img
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ Mar 31, 2025