প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে গাউন পরতে সাহায্য করলেন শিক্ষার্থীরা
মোজো ডেস্ক 06:47PM, Mar 29, 2025
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের (পিকেইউ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক গাউন পরতে সাহায্য করেন শিক্ষার্থীরা।
শনিবার (২৯ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
সেখানে স্থানীয় সময় সকাল ১০টায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস শনিবার সকাল ১০টার (চীন সময়) দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন।
অধ্যাপক ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।