অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৪ লঞ্চ মালিককে জরিমানা

মানিকগঞ্জের শিবালয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চার লঞ্চ মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার (২৯ মার্চ) দিনভর শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আরিচা লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, দীপু মিয়াকে ৬০০ টাকা ও মো. লিটনকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পাটুরিয়া লঞ্চঘাটে একই অপরাধে মেসার্স সাইম শিপিং লাইসেন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পক্ষ থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে। তবে এবার আমরা আরও কঠোর অবস্থান নেব।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা চাই না ঈদযাত্রায় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক। অতিরিক্ত যাত্রী বহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খানের মালিকানাধীন পাটুরিয়া লঞ্চ ঘাটের মেসার্স সাইম শিপিং লাইন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানের অংশ হিসেবে পরিবেশ দূষণকারী পলিথিন ব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে যাত্রীদের মাঝে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরএ/এসএন

Share this news on: