গাবতলীতে ভিড়, বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আজ (১ এপ্রিল) ঢাকা ছেড়ে যাচ্ছেন।

তবে যাত্রীদের অনেকে বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলছেন।

যাত্রীরা বলছেন, টিকিটের দাম নির্ধারিত সীমার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। অনেকে আবার বাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, গাড়ির তুলনায় যাত্রীসংখ্যা অনেক কম। সেক্ষেত্রে কিছু কিছু গাড়ির সিট খালি যাচ্ছে।

হানিফ পরিবহনের রংপুরগামী বাসের যাত্রী মো. হাবিবুর রহমান। কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, ঈদের দিন বিশেষ কারণে যেতে পারিনি। তাই পরিবার নিয়ে আজ গ্রামে যাওয়ার জন্য গাবতলীতে এসেছি। টিকিটও পেয়েছি। কিন্তু টিকিটের টাকা কিছু বেশি নেওয়া হচ্ছে।

সকালে সৌহার্দ্য পরিবহনের এক যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ শোনা যায়। তিনি গাবতলীতে বিআরটিএর অভিযোগকেন্দ্রে গিয়ে অভিযোগ করেন। পরে বিআরটিএর পরিদর্শক সরাসরি পরিবহনের ম্যানেজারের কাছ থেকে বিস্তারিত ঘটনা জানেন এবং বাড়তি ভাড়ার অর্থ যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন।

সৌহার্দ্য পরিবহনের ম্যানেজার মোহাম্মদ স্বপন বাংলানিউজকে বলেন আমাদের গাড়ি ঢাকা থেকে সরাসরি মৃগী বাজার যায়, রাজবাড়ী যায় না। সে কারণে আমরা মৃগী বাজারের ভাড়া নিয়েছিলাম। বিআরটিএ অফিসার আসার পর আমরা টাকা ফেরত দিয়েছি।

মিরপুর ১৩ সার্কেলের ভিজিলেন্স টিমের দায়িত্বে থাকা পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান বাংলানিউজকে বলেন আমাদের কাছে সকালে একটা অভিযোগ এসেছিল। সঙ্গে সঙ্গে ওই কাউন্টারে যাই এবং তাদের দুই পক্ষের কথা শুনি। পরে বাড়তি ভাড়ার অর্থ যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, আমাদের কাজ জরিমানা করা না, আমরা সমাধানের চেষ্টা করি। যদি সমাধানে না আসতে পারি, তখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে ইউলের ভাগ্য নির্ধারণ শুক্রবার Apr 02, 2025
img
গাজায় জাতিসংঘ চালিত ক্লিনিকে বিমান হামলা, বহু হতাহত Apr 02, 2025
img
কেউ কেউ নব্য ফ্যাসিবাদী হিসেবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে : শিবির সভাপতি Apr 02, 2025
img
কোনো ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না : গোলাম পরওয়ার Apr 02, 2025
img
নারী ক্রিকেট কোথায় পিছিয়ে জানালেন বাংলাদেশ অধিনায়ক Apr 02, 2025
img
সাফ অ্যাথলেটিক্স নয়, জ্যোতিদের বিশ্বকাপের সঙ্গী অলিম্পিয়ান জুই Apr 02, 2025
img
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস Apr 02, 2025
img
সহকর্মীদের সম্মান পেতে যা করবেন Apr 02, 2025
img
গরমে স্বস্তি দেবে অ্যালোভেরার জুস, আরো যে উপকার Apr 02, 2025
img
নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ Apr 02, 2025