রংপুরে বদরগঞ্জে মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার টেকসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল ভ্রমণে বের হয়েছিলেন আশিকুর রহমান আসিক (১৮)।
তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর ধনতোলা গ্রামের ইবরাহিমের ছেলে। আশিকুর ও তার কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে পার্বতীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং একে অপরকে অতিক্রম করার চেষ্টা করছিলেন। হঠাৎ করে সামনে থেকে আসা একটি রিকশাভ্যানের সঙ্গে আশিকুরের মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে আশিক ও তার অজ্ঞাতপরিচয় বন্ধু ছিটকে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তারা গুরুতর আহত হন। এ সময় রিকশাভ্যানের চালকসহ আরো চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আশিক ও তার বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শাকীর মোবাস্বির জানান, স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশিকুর রহমানের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও তার সঙ্গে থাকা অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমআর/এসএন