গোপালগঞ্জে মধুমতী নদীতে মাছ ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম মুন্সি (২২) সদর উপজেলার সুলতালশাহি গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মিরপুরের ঢাকা মডেল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।
ফায়ার সার্ভিস ও পরিবার সূত্র জানায়, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে যান আব্দুল করিম মুন্সি। আজ দুপুর দেড়টার দিকে তালা-কেকানিয়া খেয়াঘাট এলাকায় নৌকায় করে মধুমতী নদীতে তারা চার বন্ধু জাল দিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে জাল পায়ে জড়িয়ে করিম মুন্সি নদীর পানিতে পড়ে তলিয়ে যান।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা মধুমতী নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় ৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মধুমতী নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘মধুমতী নদীতে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
পরে খবর দেওয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ আব্দুল করিম মুন্সির মরদেহ উদ্ধার করা হয়।’
আরএ/এসএন