রাজশাহী-ঢাকা মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় হাইওয়ে চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।
বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, নন-এসি বাসের টিকিটের গায়ে ৮২০ টাকা লেখা থাকলেও নির্ধারিত ভাড়া ৬৯০ টাকা হওয়া সত্ত্বেও যাত্রীদের কাছ থেকে ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়েছে।
এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টারে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তবে, অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারার আওতায় তাৎক্ষণিকভাবে হানিফ পরিবহনের চারটি গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, ভাড়ার তালিকা প্রকাশ না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল। এছাড়াও, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র চেকিংসহ বিভিন্ন অভিযান পরিচালিত হয়। অভিযানে বিআরটিএ কর্মকর্তারা এবং হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএম/টিএ