সালথায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত-১০

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার** ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাকর্মীদের বসতবাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ বছর ধরে মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রাম নিয়ন্ত্রণ করে আসছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আফছার মাতুব্বর ও তার ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর। তাদের দাপটে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিষ্ক্রিয় ছিলেন। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন।

সম্প্রতি রমজান মাস চলাকালে পাশের খলিশপট্টি গ্রামে স্থানীয় বিএনপির উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ওই ইফতার মাহফিলে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন মিয়ার ছেলে মিন্টু মিয়ার নেতৃত্বে শতাধিক সমর্থক যোগ দেন।

এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা আফছার মাতুব্বরের সমর্থক আজিজুল শেখকে (৪০) কুপিয়ে জখম করে বিএনপি নেতা মিন্টুর সমর্থকরা।

এ ঘটনার পর বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

সংঘর্ষের সময় আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি নেতা মিন্টুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। পরে হামলা পাল্টা হামলা চালিয়ে উভয় পক্ষের ১০ থেকে ১২টি খড় ও পাটখড়ির গাদায় আগুন দেওয়া হয়।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা মিন্টু মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘রোজার মধ্যে স্থানীয় খলিশপুট্টি মাঠে ইউনিয়ন বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি নেত্রী শামা ওবায়েদ এসেছিলেন। ওই ইফতারে আমি গ্রাম থেকে বিএনপির সমর্থকদের নিয়ে যাওয়ায় আমার ওপর আফছার চেয়ারম্যান ও তার ছেলে নাজমুল ক্ষিপ্ত হয়। এরপর থেকে আমার দলের লোকজনদের রাস্তা দিয়ে হাঁটতে বাধা দেন আফছারের সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে রাস্তা দিয়ে হাটতে ফের বাঁধা দেওয়ায় সংঘর্ষ বেঁধে যায়। পরে আওয়ামী লীগ সমর্থকরা আমার বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়েছে। এ ছাড়া আমার সমর্থকদের বাড়িতেও হামলা চালিয়েছে তারা।’

আওয়ামী লীগ নেতা আফছার মাতুব্বরের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

তবে আফছারের সমর্থক বেলায়েত মোল্যা অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গ্রামের বিএনপি নেতা মিন্টু মিয়া ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য টিটুল মিয়া আমার কাছেসহ অনেকের কাছে টাকা চায়। আমাদের সমর্থক আজিজুলের কাছেও টাকা চায়। কিন্তু টাকা না দেওয়ায় ওরা তাকে কুপিয়ে জখম করে। পরে আমরা জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করি।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আওয়ামী লীগ সমর্থক আজিজুলকে কোপানোর পর সংঘর্ষ হয় এবং বিএনপি নেতা মিন্টুর বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয় বলে জানতে পেরেছি। এলাকার পরিবেশ ভালো রাখতে অতিরিক্ত পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে রয়েছি।’

এসএস

Share this news on:

সর্বশেষ

img
বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু Apr 04, 2025
img
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক একটি ‘জাতীয় সংকট’ : জাপানি প্রধানমন্ত্রী Apr 04, 2025
img
ট্রাম্পের শুল্ক বৃদ্ধি, আইফোনের দাম হতে পারে প্রায় ৩ লাখ Apr 04, 2025
img
ঈদ পরবর্তী আড্ডায় আমন্ত্রণ না পেয়ে হট্টগোল, যুবদল নেতাকে শোকজ Apr 04, 2025
img
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ৩ জন নিহত, শিশুসহ হতাহত ৩২ Apr 04, 2025
img
ঋণের শর্ত পর্যালোচনার জন্য আগামীকাল ঢাকায় আসছে আইএমএফ মিশন Apr 04, 2025
img
তামিমের অনুপস্থিতিতে মোহামেডানের অধিনায়ক হচ্ছেন যিনি Apr 04, 2025
img
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন আপিল বিভাগের দুই বিচারপতি Apr 04, 2025
img
একাধিক মসজিদে আজান শোনা গেলে উত্তর দেবেন যেভাবে Apr 04, 2025
img
দেশে ফিরলেন জুলাই অভ্যুত্থানের সময় সৌদিতে গ্রেফতার হওয়া ১০ প্রবাসী Apr 04, 2025