ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে এবং দেশি অস্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। তারা একটি কিশোর গ্যাং, যার নাম 'ডেঞ্জার গ্যাং'।

বুধবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেনাবাহিনীর একটি টহল দল পুলিশের সহায়তায় অভিযানে বের হয়ে তাদের আটক করে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, আটক ১৬ জনের মধ্যে তিনজন বড় বয়সী, বাকি সবাই অপ্রাপ্তবয়স্ক।

অটকের তিনজন বড় বয়সী সদস্য হলেন হাসেম আলী (২৭), সোহাগ মোল্লা (২০) ও মো. শেখ (২০)। পুলিশ জানায়, প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলশীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে গ্যাংয়ের দুই 'সরদার'কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮টি রাম দা, ৭টি কুড়াল, ছুরি, হকিস্টিক এবং পাইপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন থেকে এই গ্যাংটি এবং আশপাশের এলাকার কিশোররা ট্রলারে করে তুলশীখালী সেতুর আশপাশে ধলেশ্বরী নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশালীন নাচানাচি ও অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা অভিযান পরিচালনা করে।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান জানান, "এটি মূলত নৌ পুলিশের কাজ ছিল, তবে সেনাবাহিনীর অভিযান চলাকালে আমরা তাদের সহযোগিতা করেছি।" আটককৃতদের মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
রোমান্স থেকে রসবোধে: ফ্র্যাঞ্চাইজি কমেডিতে পা রাখছেন কার্তিক Apr 04, 2025
img
৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি: সারজিস আলম Apr 04, 2025
img
বাউফলে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ বাস কাউন্টারকে জরিমানা Apr 04, 2025
img
দেশের পথে প্রধান উপদেষ্টা Apr 04, 2025
img
বলিউড থেকে বন্ড ইউনিভার্সে রণবীর? আসছে আন্তর্জাতিক চমক! Apr 04, 2025
img
প্রেমের নতুন গল্পে আবার পর্দায় ফিরছেন শ্রদ্ধা-আদিত্য? Apr 04, 2025
img
‘পোশাক বদলাচ্ছিলাম, পরিচালক আচমকা ভ্যানে ঢুকে পড়েন’ Apr 04, 2025
img
তবে কি তামিল ও হিন্দি সিনেমাই শ্রীলীলার কেরিয়ারের শেষ ভরসা? Apr 04, 2025
img
সালমান খানের 'হার্ট ট্রান্সপ্লান্ট ট্রিলজি' Apr 04, 2025
img
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যাচেষ্টা, স্বামী গ্রেফতার Apr 04, 2025