দেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দূর করতে স্বাস্থ্য বিভাগ নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ইতোমধ্যে বিসিএস (বিশেষ বিসিএস) মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনে চিঠি দেওয়া হয়েছে।
এছাড়া, অন্যান্য বিসিএস থেকে আরো সাড়ে ৩ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য বিভাগ একাডেমিক পদায়নের জন্য সুপার নিউমারি পদ সৃষ্টি করছে, যা চিকিৎসকদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ২৫০ শষ্যার নাটোর সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এসব তথ্য জানান।
এ সময় মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কার্ড দিয়েছে। এ ছাড়া গুরুতর আহত ৪০ জনকে দেশের বাহিরে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সর্বিক ব্যবস্থাপনা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে দায়িত্ব অর্পণ করেছে।
এর আগে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। রোগীদের সমস্যা এবং চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ ছাড়া চিকিৎসকসংকট নিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের কনসালট্যান্ট ডাক্তার আনিছুজ্জামান পিয়াস, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এসএস