কক্সবাজারের টেকনাফে হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩০ লাখ টাকা, দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হারুন ডাকাত বা তার পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত না থাকলেও, তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গোলা, পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র, নগদ ৩০ লাখ টাকা, স্বর্ণালংকার, একাধিক চেকবই এবং ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নৌবাহিনী নিয়মিতভাবে দেশের সার্বিক নিরাপত্তা এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। জব্দ করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএস