সিঙ্গাপুর থেকে দেশে ফিরল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা

জুলাই মাসে গণ–অভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু বাসিত খান মুসা সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ৫ মাস ১২ দিন পর দেশে ফিরেছে।

বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মুসা। সেখান থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

গত ১৯ জুলাই রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে নেমে আইসক্রিম কিনতে গিয়ে মুসা ও তার দাদি মায়া ইসলাম (৬০) গুলিবিদ্ধ হন। পরদিন মায়া ইসলাম মারা যান, আর মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় থাকলেও অলৌকিকভাবে বেঁচে যায় সে।

প্রথমে মুসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে ২৬ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন।

এরপর ২২ অক্টোবর সংকটাপন্ন অবস্থায় মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে অবশেষে দেশে ফিরল শিশুটি।

বাসিত খান মুসা মুস্তাফিজুর রহমান ও নিশামনি দম্পতির একমাত্র সন্তান। তার বাবা ও দাদার মালিবাগে একটি ইলেকট্রনিক পণ্যের দোকান রয়েছে।


এসএস

Share this news on: