রাজধানীর রামপুরায় মারধর ও হেনস্তার অভিযোগে নারী সাংবাদিকের দায়ের করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- সোয়েব রহমান জিসান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।
রামপুরা থানার (নারী-শিশু) প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ আদালতে বলেন, “পুলিশ তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানায়। আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
গত বুধবার ওই নারী সাংবাদিক ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে ফেইসবুকে একটি পোস্ট করেন। তিনি সেখানে লিখেন, কিছু ছেলে তাকে ‘টিজ’ করায় তার ভাই গিয়ে দাঁড়ান। এরপর ওই ছেলে'রা তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে। পরে ওই সাংবাদিক ভাইকে রক্ষা করতে গেলে তাকে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।
এ ঘটনায় ওই নারী সাংবাদিক রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর সোয়েব রহমান জিসানকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে, রাইসুল ইসলামকে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে এবং কাউসার হোসেনকে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসএস