রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তারা একে অপরের অফিস ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার রাতে শহরের আজাদী ময়দানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিসে ভাঙচুর চালানো হয়। এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পার্কিং করা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের নেতৃত্বে একদল যুবক কোনো কারণ ছাড়াই আজাদী ময়দানে আমার অফিসে ভাঙচুর চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ঘটনার কিছুক্ষণ পর রাতেই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ফেসবুক লাইভে আসেন। লাইভে এসে তিনি বলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ঈদের আগে আমার কাছে চাঁদা দাবি করেন। তার দাবি করা চাঁদা না দেওয়ায় সে তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে আমার গাড়িটি পুড়িয়ে দেয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের প্রাইভেটকারেও আগুন লাগে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/এসএন