বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আভাস মিলেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘ডানা’ বলে জানিয়েছে দপ্তরটি।

গত শুক্রবার দুপুরে আবহাওয়াবিদরা গণমাধ্যমকে জানান, আগামী সোম বা মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এটি ভারতের উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে পারে। তবে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

গত বুধবার থেকেই সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়। সেটি ভারতের তামিলনাড়ু উপকূলে বেশি প্রভাব ফেলে বৃহস্পতিবার বিদায় নেয়। সকালের আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে ঢাকায় বৃষ্টি ঝরেছে। এছাড়া খুলনা ও সিলেট বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশালের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাত শনিবারও অব্যাহত থাকতে পারে। এরপর ২-৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তারপর লঘুচাপের প্রভাবে আবারও বৃষ্টি হতে পারে।

অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এবার অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে বিদায় নেবে। সেই সঙ্গে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে অর্ধেকের বেশি শুল্ক কমাতে পারে বাংলাদেশ Apr 06, 2025
img
‘লুঙ্গি লুক’ নিয়েও ফ্যাশনের শিরোনামে প্রিয়াঙ্কা, স্কার্টের দাম শুনে হুঁশ উড়ে যাবে! Apr 06, 2025
img
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এলো মার্চে Apr 06, 2025
img
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার Apr 06, 2025
img
প্রভাস ও সানি দেওলের বিশেষ সাক্ষাৎ—রামায়ণ ঘিরে বাড়ছে উত্তেজনা! Apr 06, 2025
img
মৌলবাদ’ শব্দের ব্যবহার নিয়ে হেফাজতের আপত্তি, বিএনপিকে সতর্ক থাকতে অনুরোধ Apr 06, 2025
img
শ্রদ্ধা কাপুরের হাসি ডাইনির মতো, মন্তব্য করে বিপাকে প্রযোজক Apr 06, 2025
img
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন Apr 06, 2025
img
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ফের স্মারকলিপি প্রদান Apr 06, 2025
img
মা হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ Apr 06, 2025