রাজধানীর শাহবাগে একটি টিনশেড ফুলের দোকানে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ২০ মিনিটে আগুন নির্বাপনে সক্ষম হন।
অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত সেখানে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওই ইউনিট সদস্যদের প্রচেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১১টা ২০ মিনিটে পুরোপুরি আগুন নির্বাপনে সক্ষম হন তারা।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।