শাহবাগে ফুলের মার্কেটে আগুনে দগ্ধ ৫ জন

রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে অগ্নিকাণ্ডের পর ৫ জন দগ্ধ হয়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত শনিবার (৫ এপ্রিল) রাতে শাহবাগ ফুলের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫) মো. ফয়েজ(৩০) মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।

দগ্ধরা জানান, তারা শাহবাগ ফুলের মার্কেট সংলগ্ন একটি টিনসেড ঘরে গ্যাস বেলুন বিক্রি করেন। রাতে তারা পাঁচজন বেলুনে গ্যাস ভরার কাজ করছিল। এসময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে তারা পাঁচজনই দগ্ধ হয়। পরে তারা নিজেরা রিকশাযোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য আসে।

ঢাকা মেডিকেল বার্ন এন্ড সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছে। এদের মধ্যে রিয়াজুলের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ, দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে এবং কালু ও শামীমের সামান্য ঝলসে গেছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর পাঁচজন দগ্ধের ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কীভাবে এই আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিস তা তদন্ত করে দেখছে।

এর আগে শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।  

আরএ

Share this news on:

সর্বশেষ

img
ডিআর কঙ্গোতে বৃষ্টির তাণ্ডব, বহু প্রাণহানি Apr 06, 2025
img
প্রবাসীরা পেতে পারেন প্রক্সি সুবিধা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট Apr 06, 2025
img
ট্রাম্পের শুল্কারোপ পেছানোর সম্ভাবনা নেই : বাণিজ্য উপদেষ্টা Apr 06, 2025
img
পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী Apr 06, 2025
img
কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার Apr 06, 2025
img
গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ তথ্য উপদেষ্টার Apr 06, 2025
ঘুষ বাণিজ্যে ফুলে ফেঁপে উঠেছেন গোপালগঞ্জের ওসি Apr 06, 2025
ইসলামী বক্তার দোয়া শেয়ার করে যা বললেন প্রেসসচিব Apr 06, 2025
প্রেস সচিবের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দেখছে ভারতীয় মিডিয়া Apr 06, 2025
img
নিষেধাজ্ঞা শেষে কাল ফিরছেন নাসির, খেলবেন রূপগঞ্জের হয়ে Apr 06, 2025