ঈদ শেষে চুলা জ্বালানোর সময় সতর্ক থাকতে তিতাসের পরামর্শ
মোজো ডেস্ক 06:22AM, Apr 06, 2025
ঈদ–উল–ফিতরের ৯ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। বাড়ি ফিরেই গ্যাসের চুলা ব্যবহার সংক্রান্ত সতর্কতা জানালো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
গতকাল শনিবার (৫ এপ্রিল) তিতাস গ্যাস পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা–জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না তা পরীক্ষা করুন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও বলেছে, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।
এছাড়াও গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরগুলোতে– ০১৯৫৫–৫০০৪৯৭–৫০০ ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।