স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য যেকোনো দেশের তুলনায় অতুলনীয়। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।"
গতকাল শনিবার (৫৬ এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দসংলগ্ন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনকালে এ কথা বলেন উপদেষ্টা।
সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অনেকে আছে, যারা ভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করলে লোকজনে বেশি দেখবে, তারা পয়সাটা বেশি পাবে। এ জন্যও অনেকে কাজ করে। বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়। আপনারা সত্যি সংবাদ দিয়ে এটার কাউন্টার করবেন। তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের কোনো ভুল থাকলে আপনারা দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না।’
লাঙ্গলবন্দের তীর্থস্থানকে পর্যটন কেন্দ্র করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই স্থানকে কীভাবে পর্যটন কেন্দ্র করা যায়, সে বিষয়ে আমরা দেখব। কিন্তু পর্যটন কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি একটি পুণ্যভূমি। এটি ধর্মীয় বিষয়। পর্যটক এখানে এলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
শনিবার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে মহাষ্টমী স্নানোৎসবে দেশ-বিদেশ থেকে আসা কয়েক লাখ পুণ্যার্থী অংশ নেন। পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থী আসেন বলে জানিয়েছেন স্নান উদযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা।
আরএ