‘মার্চ ফর গাজা’র জমায়েতের স্থান পরিবর্তন

ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে ডাকা জমায়েতের স্থান পরিবর্তন করা হয়েছে।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের প্ল্যাটফরম থেকে ডাকা এ জমায়েত আগামী শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে হবে। প্ল্যাটফরমটির ফেসবুক পেজে এক পোস্টে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়েছে, ‘অভূতপূর্ব এক গণজমায়েতের দিকে এগোচ্ছে ‘মার্চ ফর গাজা’।

যেমন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে। বাংলাদেশ ও তার জনগণ যত শক্তিশালী হবে, আমাদের সম্মিলিত কণ্ঠস্বর বিশ্বের দরবারে ততই শক্তিশালী হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।’

তারা আরো জানায়, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ সম্মেলনে আগত অতিথিদের চলাচলের পথ সুগম করতে তারা ‘মার্চ ফর গাজা’র জনসমাগমের অভিমুখ মানিক মিয়া এভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবর্তন করছে, যেন পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে আগত বিক্ষোভকারীরা স্থান করে নিতে পারেন।

এ ছাড়া তারা একই দিনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদেরও সকালে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছনোর অনুরোধ জানায়।

দাবি করা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকার সড়কে এটিই হবে ‘সবচেয়ে বড় মার্চ’। এই কর্মসূচির উদ্যোক্তারা দল-মত-নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
মার্চ ফর গাজার আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ গত সোমবার তাদের ফেসবুক পেজে এই কর্মসূচির ইভেন্ট শেয়ার করে। সেখানকার তথ্যানুসারে, শনিবার বিকেল ৩টায় এই কর্মসূচি হবে।

এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
চুরি ও ছিনতাই হওয়া ২৫১ মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা Apr 18, 2025
img
ট্রাম্পের শুল্ক বহাল থাকলে জুনে ফোর্ড গাড়ির দাম বাড়তে পারে Apr 18, 2025
img
কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৫০ Apr 18, 2025
img
দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত Apr 18, 2025
img
ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফলের হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা Apr 18, 2025
img
বিদ্যালয়ের পাশে মাদক সেবন করে মাতলামি করায় যুবককে কারাদণ্ড Apr 18, 2025
img
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয় Apr 18, 2025
img
নিজ বাড়ি থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার Apr 18, 2025
img
পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ Apr 18, 2025
img
দিনে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতে বৈষম্যবিরোধী-এনসিপির মুখোমুখি ছাত্রদল Apr 18, 2025