পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা এলাকা থেকে ভারত থেকে আসা একটি আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে প্রাণীটি ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রধানপাড়া এলাকা দিয়ে প্রবেশ করে। এরপর স্থানীয়রা সেটিকে হরিণ ভেবে তাড়া করলে বিকেলে পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় নীলগাইটি। পরে সেখান থেকে প্রাণীটিকে আটক করে স্থানীয়রা।
বন বিভাগের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে সেটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
সামাজিক বন বিভাগের পঞ্চগড় অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, নীলগাইটি সীমান্তে কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশ করার সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। প্রাণীটি অত্যন্ত ভীতু প্রকৃতির এবং বিরল প্রজাতির অন্তর্ভুক্ত। উদ্ধার করা নীলগাইটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। তিনি আরও জানান, প্রাণীটি পুরোপুরি সুস্থ হলে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হবে।
এসএস/এসএন