নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত রবিন টেক্স গার্মেন্টসে বেতন ও ঈদ বোনাস না দিয়ে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে তীব্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আউখাবো এলাকায় শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং পুলিশ সাতজনকে আটক করেছে।
শ্রমিকরা জানান, ছাঁটাইয়ের বিষয়টি জানতে পেরে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং ছাঁটাইকৃতদের পুনর্বহালের দাবি জানান। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে এলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে সেনা ও পুলিশ সদস্যসহ বহু মানুষ আহত হন। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসে। পরে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং বিকেল ৩টার দিকে যান চলাচলও শুরু হয়।
রূপগঞ্জ ইউএনও সাইফুল ইসলাম ও জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এসএস/এসএন