সাংবাদিকের প্রেমের টানে বাংলাদেশে ডেনিশ নারী

প্রেম কখনোই সময়, দূরত্ব কিংবা অভিমানকে পরাস্ত করতে পারে না—এটি আবারও প্রমাণিত হলো মান্নু ও রুমানা মারিয়া দম্পতির মধ্য দিয়ে। প্রায় ২১ বছর পর ফেসবুকের মাধ্যমে আবারও একে অপরকে খুঁজে পান তারা, এবং এই সম্পর্কের পুনর্নবীকরণের একটি সুন্দর গল্প তৈরি হয়।

মান্নু, যিনি একজন সাংবাদিক, এবং তার প্রাক্তন স্ত্রী রুমানা মারিয়া, ডেনমার্কের একজন নাগরিক, নব্বইয়ের দশকে পরিচিত হন এবং পরে ১৯৯৭ সালে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তানও হয়। তবে এক সময় তারা বিচ্ছিন্ন হয়ে যান, এবং দীর্ঘ ২১ বছর যোগাযোগহীন থাকে। তবে, ফেসবুকের মাধ্যমে পুনরায় যোগাযোগ হওয়ার পর, তারা একে অপরের কাছে ফিরে আসেন।

রুমানা মারিয়া, যিনি ডেনমার্কে কর্মরত ছিলেন, ২৪ বছর পর কর্মস্থল থেকে মাত্র ১০ দিনের ছুটিতে বাংলাদেশে আসেন, এবং এক লাখ টাকা দেনমোহরে মান্নু ও রুমানা আবার বিয়ে করেন।

এই দম্পতি এখন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে রয়েছে ডেনমার্কে বসবাস অথবা বাংলাদেশে স্থায়ীভাবে থাকার সুযোগ। তাদের এই সুন্দর পুনর্মিলনির গল্প সত্যিই প্রেমের শক্তি ও সময়ের অতিক্রমের প্রমাণ।


এসএস

Share this news on: