যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নদী থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলটসহ কয়েকজন পর্যটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হেলিকপ্টারটি কোন কোম্পানির মালিকানাধীন এবং দুর্ঘটনার কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।
এদিকে, নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনায় সিটি মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এফপি/টিএ