সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে সাক্ষ্য, ১৯ ঘণ্টা পর মুক্তিযোদ্ধা মুক্ত

চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এক বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ না থাকায় ১৯ ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয়।

কক্সবাজারের রামুতে এ ঘটনা ঘটেছে। গতকাল (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গণি নামের এক ব্যক্তির বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৮০) আটক করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।দুপুরে তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় পুলিশ। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে তিনি ছাড়া পান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালে ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় সাক্ষী হিসেবে ছিলেন নুরুল আবছার। তিনি চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নুরুল আবছার আত্মগোপনে চলে যান। কয়েক মাস ধরে তিনি রামুতে এসে আবদুল গণির বাড়িতে আত্মগোপনে ছিলেন। আবদুল গণি একসময় নুরুল আবছারের বাড়িতে কাজ করতেন।

রামুর কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, নুরুল আবছারের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয় কিছু লোক বাড়ি ঘেরাও করে নুরুল আবছারকে আটক করেন। নুরুল আবছার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলার ১০ নম্বর সাক্ষী ছিলেন। তাঁকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা নুরুল আবছারের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। তাই পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে। নিরাপত্তার কথা ভেবে তিনি ভোররাত পর্যন্ত থানায় অবস্থান করেন। আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে চট্টগ্রামে নিয়ে গেছেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরাইলে চোর সন্দেহে কিশোরকে পিটুনি, গ্রেফতার ১ Apr 18, 2025
img
শিল্পী সংঘ নির্বাচন : ২১ পদে ৪০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা Apr 18, 2025
img
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, যুবক গ্রেফতার Apr 18, 2025
img
দেশপ্রেম ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না : ধর্ম উপদেষ্টা Apr 18, 2025
যে মেশিনের মাধ্যমে জীবানু দূর হয় Apr 18, 2025
বাংলাদেশকে নি''পী''ড়নের ছায়া থেকে টেনে আনছেন ড. ইউনূস Apr 18, 2025
ওয়াক্ফ আইন ঘিরে ভারত-বাংলাদেশে উ''ত্তে''জ''না Apr 18, 2025
img
বাংলাদেশ মিশনগুলোতে সরকার জনবল বাড়াবে Apr 18, 2025
সিলেটে স্টাম্প উ"ড়ে ফেললেন এনগারাভা: বোলিং দেখে করতালি দিলেন মুজারাবানি! Apr 18, 2025
img
পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান Apr 18, 2025