ভোলার যুগীরগোল ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আল মদিনা ফার্নিচার দোকানের গোডাউন। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোররাতে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা মসজিদে যাওয়ার সময় ব্যবসায়ী মো. রিপনের আল মদিনা মদিনা ফার্নিচারের টিনশেড গোডাউনে আগুন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ফারুক হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা আল মদিনা ফার্নিচার দোকানের গোডাউনে আগুন দেখতে পেয়ে আমাদের জানালে তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক তারের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরএ/টিএ