জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের এক ধানক্ষেতে গাঁজা চাষের অভিযোগে মো. আকাশ মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নপুর নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের দুলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়ির পেছনের একটি পুকুরপাড় সংলগ্ন ধান খেতে গাঁজা গাছ চাষের খোঁজ মেলে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ উদ্ধার করে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ওবায়দুল হক জানান, “আটক আকাশ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”
এসএস