মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে ধরিয়ে দিল স্ত্রী

নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ কামারুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত কামারুজ্জামান উপজেলার বাবুরহাট এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন সরকারের ছেলে।

পুলিশ জানায়, গতকাল (১১ এপ্রিল) শুক্রবার রাতে অভিযুক্ত কামারুজ্জামানকে তার স্ত্রী মাদক ব্যবসা করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করে। এতে তার স্ত্রীর মাথা ফেটে যায়। পরে আহত স্ত্রী পুলিশের কাছে মাদক সংক্রান্ত তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে কামারুজ্জামানের মেডিকেল মোড়ের ভাড়া বাসা থেকে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অভিযান শেষে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী দৈনিক জনকণ্ঠকে বলেন, “গ্রেফতারকৃত কামারুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

এসএম/এসএন

Share this news on: