নিষেধাজ্ঞা না মেনে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের

কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দিয়েছেন। তারা রোববার দুপুর ২টায় ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রবেশ করবেন বলে জানিয়েছেন। এদিকে, শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে কুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাসের প্রধান দুই গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে, ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা, যারা 'লং মার্চ টু কুয়েট' কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার রাতে খুবি শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এর পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি কুয়েট কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে দীর্ঘ এক মাস ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং কিছু শিক্ষার্থীর আয়ের উৎসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরে যেতে চান। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বাধা দিতে নানা প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য বাইরের একজনকে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে না ফেরার জন্য তাদের অভিভাবকদেরও বোঝানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকেও অবহিত করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, তারা কুয়েটের পরিস্থিতি সম্পর্কে অবহিত আছেন এবং ক্যাম্পাসের দুইটি গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।



এসএস/এসএন

Share this news on: