রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করছে। রোববার (১৩ এপ্রিল) ভোর রাতে পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলতে দেখা যায়।
রেলের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভাঙা রেললাইন মেরামতের কাজ শুরু করেছেন। তবে, রেললাইন ভাঙা থাকা সত্ত্বেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সকালে ভাঙা জায়গা দিয়ে বনলতা এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে গেছে।
এটি প্রথমবার নয়, এর আগেও একই স্থানে রেললাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল, যা পরে মেরামত করা হয়েছিল। এবারের ভাঙনও ওই একই স্থানে হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব জানিয়েছেন, রেললাইন ফেটে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এবং কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।