পাউরুটি কিনতে গিয়ে যৌন হয়রানির শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী

ফরিদপুরে পাউরুটি কিনতে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মধ্য বয়সি এক দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই দোকানি।

শনিবার(১২ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সকালে শহরতলির পশ্চিম গঙ্গাবর্দী এলাকার একটি দোকানে পাউরুটি কিনতে যায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী (৭)। ওই সময় দোকানদার আহাম্মদ শেখ (৫০) শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যান। দোকানের মধ্যে থাকা একটি রুমে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে।

শিশুটির মা বলেন, শুক্রবার রাতে থানায় গিয়ে আহাম্মদ শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করি।

আহাম্মদ শেখ ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা।

প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রাতে শিশুটির মা আহাম্মদ শেখকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এফপি/এস এন

Share this news on: