‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাবির আইনজীবী শিশির মনির।

গত ৮ ফেব্রুয়ারি ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটের প্রেক্ষিতে গত ১৯ মার্চ ‘গ’ ইউনিটের ফলাফল প্রকাশ স্থগিত করেন উচ্চ আদালত।

এসএন 

Share this news on: