ওমানের রাজধানী মাস্কাটে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। গতকাল শনিবার (১২ এপ্রিল) হওয়া এই আলোচনায় ইরানের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকোফ।
বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব এই চুক্তিটি সম্পন্ন করতে আগ্রহী।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৪০ বছরে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ২০১৫ সালে তারা একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছেছিল। তবে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
পরবর্তী আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী শনিবার আবারও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। তিনি বলেন, “আমরা আলোচনা ও সমঝোতার একদম কাছাকাছি এসেছি। কোনো পক্ষই সময় নষ্ট করতে চায় না কিংবা অনির্দিষ্টকালের আলোচনায় যেতে চায় না।”
তিনি আরও বলেন, “এই চুক্তি সহজ হবে না, তবে দু’পক্ষের সদিচ্ছা থাকলে একটি ইতিবাচক সমাধান সম্ভব।”
এসএস/এসএন