ওমরাহ করতে আজ রবিবারের পর থেকে সৌদি আরবে আর কেউ প্রবেশ করতে পারবেন না। হজের প্রস্তুতি শুরু হওয়ায় হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। সৌদি আগেই ঘোষণা দিয়েছিল ১৩ এপ্রিল থেকে ওমরাহ যাত্রীদের জন্য তাদের সীমান্ত বন্ধ হয়ে যাবে।নির্দেশনা অনুযায়ী, হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আজ রবিবারই বিদেশি মুসল্লিরা ওমরাহ করতে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এরপর যারা ওমরাহ করতে চান তাদের হজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অপরদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে জানিয়েছে, যেসব হজ ও ওমরাহ এজেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া যাত্রীদের নিজ দেশে ফেরতের বিষয়টি নিশ্চিতে প্রতিবেদন দাখিল করতে অক্ষম হবে তাদের সর্বনিম্ন এক লাখ রিয়াল জরিমানা করা হবে। পরিস্থিতি অনুযায়ী এই জরিমানা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে।
এছাড়া ওমরাহ যাত্রীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছে মন্ত্রণালয়। এই সময় শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান করলে আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বেন যাত্রীরা।
এমআর/টিএ