বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে উৎসবের আমেজ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হবে ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। অবশ্য তার অনেক আগেই বর্ণিল সাজসজ্জা ও মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা গেছে, বর্ণিল সাজে সাজানো হয়েছে চারুকলা প্রাঙ্গণ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোরের আলো ফোটার পর থেকেই চারুকলা অনুষদের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও ‘পানি লাগবে পানি’ প্রতিকৃতি। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং।
অবশ্য পুরো প্রাঙ্গণে শুধু শিল্পী-কলাকুশলী নন, সাধারণ মানুষেরও উৎসাহের কমতি নেই। দূরদূরান্ত থেকে আগেভাগেই অনেক মানুষ এসে ভিড় করেছেন চারুকলা প্রাঙ্গণে। প্রিয়জনের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে অনেককে। শিশুদের মধ্যেও দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও রয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শোভাযাত্রার রুট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা গেছে, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন।
এসএন