শারজাহ’র আল নাহদা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের আল নাহদা এলাকার একটি ৪৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খালিজ টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে চারজন আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারান। এ ছাড়া একজন পাকিস্তানি নাগরিক, যিনি চল্লিশের কোঠায় ছিলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

আগুন ভবনের উপরের তলায় লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ছয়জন গুরুতর আহত হয়েছেন এবং একজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন। আহতদের আল কাসিমি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা এখন স্থিতিশীল।

শারজাহ সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত একাধিক ফায়ার স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এরপর ঠাণ্ডা করার কাজ শেষ করে পুলিশকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

ভবনের আশপাশে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে এলাকা ঘিরে ফেলা হয়। আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন ভবনের উপরের দুই তলায় লাগেছিল এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল সাহারা সেন্টারের বিপরীতে হওয়ায় আশপাশে জটলা তৈরি হয়। এক ক্যাফে অপারেটর বলেন, “আমরা দেখেছি কত দ্রুত কর্তৃপক্ষ বাসিন্দাদের সরিয়ে নিচ্ছিলেন।”

রোববার সন্ধ্যার দিকে বাসিন্দাদের ধাপে ধাপে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে ভবনের ৩০ তলার ওপরে এখনো প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেসব পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি, তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক দোকানদার বলেন, “ভবনটিতে অনেক পরিবার বসবাস করে। এখনো ট্রাফিক ডাইভারশন চলছে যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।”


এসএস/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন Apr 15, 2025
img
জিলাপি খাওয়ার আবদার জানানো সেই ওসি প্রত্যাহার Apr 15, 2025
img
ঈদ পরবর্তী সময়টা শ্বশুরবাড়িতে, রাজীব-মেহজাবীনের ঘরোয়া মুহূর্ত নেটদুনিয়ায় প্রশংসিত Apr 15, 2025
img
বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বশিরউদ্দিন Apr 15, 2025
img
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ Apr 15, 2025
img
বাংলাদেশ সফরে ভারতীয় স্কোয়াডে রদবদল Apr 15, 2025
img
রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ Apr 15, 2025
img
এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা ডি’আর্সি Apr 15, 2025
img
এনসিপি এখন গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে রেখে এগিয়ে যাচ্ছে : নাহিদ Apr 15, 2025
img
চিনে বোয়িং নিষিদ্ধ, শুল্কযুদ্ধের নতুন ধাক্কা! Apr 15, 2025